Home Blog

পহেলা বৈশাখ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত।

পহেলা বৈশাখ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত।

মোঃ ইমদাদুল হক মিলনঃ  বাংলা নববর্ষ ১৪৩২ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার  ৯ এপ্রিল ২০২৫ সকালে  ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতিবছরের ন্যায় এবারো পহেলা বৈশাখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে। পহেলা বৈশাখ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে।

সমন্বয় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধিগণ, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্ত, বাংলা একাডেমি, ঢাবির চারুকলা অনুষদ, টিএসসির সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছায়ানট, ঋষিজ শিল্পগোষ্ঠী, শাক্যমনি বৌদ্ধ বিহার ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রামে মানবিক সহায়তা বিতরণ করেছে র‍্যাব-৬

সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রামে মানবিক সহায়তা বিতরণ করেছে র‍্যাব-৬

মোঃ ইমদাদুল হক মিলনঃ র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শুধু সন্ত্রাস দমনই নয়, দুর্যোগে-দুঃসময়ে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম করেও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

সম্প্রতি খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবশিয়া, চেচুয়া, বিছট, নয়াখালী, আনুলিয়া, বল্লভপুর ও বাসুদেবপুর — এই সাতটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার ঘরবাড়ি, খাদ্য মজুত ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে দরিদ্র কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপদে পড়েছে। বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের আশঙ্কা মারাত্মক আকার ধারণ করছে।

র‍্যাব ফোর্সেস মানবিক দায়িত্ববোধ থেকে শুরু থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রতি নজর রেখেছে। সেই ধারাবাহিকতায় আজ ০৯ এপ্রিল ২০২৫ সকাল থেকে আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ, আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইউনিয়ন পরিষদ ভবনে র‍্যাব-৬ এর উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এই কার্যক্রমে প্রাথমিকভাবে বাছাইকৃত ১০০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যেসব পরিবার অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক অসহায় অবস্থায় রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়।

র‍্যাব সদস্যরা সহানুভূতিশীল মনোভাব ও আন্তরিকতা নিয়ে এই কার্যক্রমে অংশ নেন। শৃঙ্খলা, মানবিকতা ও সম্মানবোধ বজায় রেখে ত্রাণ কার্যক্রমটি পরিচালনা করায় স্থানীয় জনসাধারণ, উপকারভোগী মানুষজন এবং ক্ষতিগ্রস্ত ওয়ার্ড সমূহের ইউপি মেম্বারগণ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

বিশ্বকে বদলে দেয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া বাংলাদেশের কাছে আছে: ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্বকে বদলে দেয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া বাংলাদেশের কাছে আছে: ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ বর্তমান সময়ঃ আজ বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। এক সময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো। সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি।

তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমেই সম্ভব দারিদ্র্য বিমোচন। আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ। এ ছাড়াও কার্বন নিঃসরণ বাদ দিয়ে নতুন সভ্যতা গড়তে আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী।

প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশেই বিনিয়োগ নয়, বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া।

এর আগে সকাল ১০টার দিকে ড. ইউনূস বিনিয়োগ সম্মেলনের অনুষ্ঠানে যোগ দেন। বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। ইনোভেশন ক্যাটাগরিতে ফ্যাব্রিক লাগবে লিমিটেড, ইএসজি ক্যাটাগরিতে ওয়ালটন, ফরেন ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে বিকাশ এবং লোকাল ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস অ্যাওয়ার্ড পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। এ ছাড়াও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে ইয়ানওয়ান করপোরশনের চেয়ারম্যান কিহাক সাংকে।

রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান

রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান

মোঃ ইমদাদুল হক মিলনঃ গতকাল ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার): রাশিয়া সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ও তাঁর নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল গতকাল ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার) মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর, মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪ তম এর সম্মানসূচক চৌকস কুচকাওয়াজের মাধ্যমে সমাপ্ত হয়।

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম।

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম।

মোঃ ইমদাদুল হক মিলনঃ আজ ০৯ এপ্রিল ২০২৫ (বুধবার): মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোতে ধ্বসে পড়া সরকারি আবাসিক এলাকার ভবনসমূহ পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয়।

উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, গতকাল বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত ০৪ জন রোগীর জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ২৩২ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অদ্যাবধি বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক সর্বমোট ৮৫১ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের উদ্দেশ্যে তৃতীয় পর্যায়ে গতকাল প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণ (শুকনো খাবার, জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী, বিশুদ্ধ পানি, তাবু, কম্বল এবং অন্যান্য দ্রব্য সামগ্রী) নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। জাহাজটি আগামী ১১ এপ্রিল ২০২৫ মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়।

নগরীতে বাটা শোরুম এবং কেএফসিতে হামলা ও লুটপাটের ঘটনায় ৩১ জন গ্রেফতারঃ

নগরীতে বাটা শোরুম এবং কেএফসিতে হামলা ও লুটপাটের ঘটনায় ৩১ জন গ্রেফতারঃ

মোঃ ইমদাদুল হক মিলনঃ ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যা বন্ধে বৈশ্বিক হরতালের সমর্থনে গতকাল ৭ এপ্রিল ২০২৫ তারিখ খুলনা মহানগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের একপর্যায়ে দুর্বৃত্তরা নগরীর শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুম এবং ময়লাপোতা মোড়ের কেএফসি ফুড কোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে। নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ ৩১ জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যান্যদেরকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভোটের ব্যাপারে যেন আর কোনো ধোঁয়াশা না থাকে

ভোটের ব্যাপারে যেন আর কোনো ধোঁয়াশা না থাকে।

বাংলাদেশ বর্তমান সময়ঃ  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ দাবি করা হবে। ভোটের ব্যাপারে যেন আর কোনো ধোঁয়াশা না থাকে সেজন্যই এই সাক্ষাৎ বলে জানানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব কথা জানান। এর আগে গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি।

বিএনপির সংবিধানসংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রে ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায়। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়নি। এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

এছাড়া তিনি জানান, জাতীয় সাংবিধানিক কমিশন-এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বিএনপি।

ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস

সালাহউদ্দিন বলেন, ইউনূস-মোদির সঙ্গে বৈঠককে স্বাগত জানিয়েছে বিএনপি। তাদের আলোচনায় ও দাবিতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও দুটি সম্ভাব্য ডেটলাইন ঘোষণা করেছেন। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে পরবর্তী নির্বাচন হবে বলে জানানো হয়েছে। তবে এর মধ্যেই বিভিন্ন মহল থেকে ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার আকাঙ্ক্ষার কথা তোলা হচ্ছে। এতে বিএনপির মধ্যে সন্দেহ বাড়ছে। এজন্য দলটি নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবিতে সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। এই ইস্যুতে প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে টানা প্রায় ১৮ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি।

পৃথক অভিযানে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।

পৃথক অভিযানে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।

মোঃ ইমদাদুল হক মিলনঃ বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি। গ্রেফতারকৃতরা হলো-  দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬),  উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও  আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

আজ মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫  ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলা মোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি।

ডিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫  গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৮:২৫ ঘটিকায় দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাতকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস দল। গ্রেফতারকৃত সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি চৌকস দল আজ রাত আনুমানিক ০৯:১০ ঘটিকায় উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেফতার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরো জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৮:৩৫ ঘটিকায় বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। গ্রেফতারকৃত রাসেলের দলীয় পদবী না থাকলেও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সাথে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতো এবং বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত ছিল মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

লুণ্ঠিত জুতা উদ্ধার, আরো ৫ জন গ্রেফতারঃ কেএমপি

লুণ্ঠিত জুতা উদ্ধার, আরো ৫ জন গ্রেফতারঃ কেএমপি

মোঃ ইমদাদুল হক মিলনঃ গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বৈশ্বিক হরতালের সমর্থনে গতকাল ৭ এপ্রিল ২০২৫ তারিখ সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোববার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুম ভাঙচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেফতারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশী অভিযান পরিচালনা করে গতকাল ৮ এপ্রিল সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ গতকাল রাতে আরো ৫ জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। আটককৃতদের কাছ থেকে বাটার লুট হওয়া ৫ জোড়া জুতা এবং ১ টি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে। হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যান্যদেরকে সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বান্দরবানে জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিস ভাঙচুর।

বান্দরবানে জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিস ভাঙচুর।

বাংলাদেশ বর্তমান সময়ঃ  গতকাল সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে অফিসে প্রবেশ করে তালা ভেঙে ভাঙচুর চালায়।

স্থানীয়রা জানান, বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের আসবাবপত্র লুটে নেওয়া হয় এবং চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ জেলা বিএনপি নেতাদের ছবি ভেঙে ফেলা হয়। এছাড়া পার্শ্ববর্তী দেয়ালে ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’—এই স্লোগানগুলো লিখে যায় হামলাকারীরা।

৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশের নির্দেশে এ হামলা চালানো হয়েছে। ছাত্র-জনতার গণ-আন্দোলনে হামলা ও মামলার অন্যতম অভিযুক্ত অজিত দাশ বর্তমানে পলাতক থাকলেও, তার নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনী এখনও এলাকায় তৎপর রয়েছে।’ তারা দ্রুত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ এর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যোগাযোগ করার জন্য মুঠোফোনে কল দিলে তার ব্যক্তিগত ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।