বর্ণাঢ্য আয়োজনে খুলনায় বিজয় দিবস উদযাপনঃ

0
16

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় বিজয় দিবস উদযাপনঃ

মোঃ ইমদাদুল হক মিলনঃ বর্ণাঢ্য আয়োজনে খুলনা জেলা স্টেডিয়ামে বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানের শুরুতে তোপধ্বনি, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানো কর্মসূচির মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শরীর চর্চার মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এবারের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে নানা আয়োজনের পাশাপাশি দেশব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও খুলনা জেলার পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সরকারী ও বেসরকারী প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here