কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ
মোঃ ইমদাদুল হক মিলনঃ আজ ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার সকাল ১০:০৫ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন।
সভায় নভেম্বর ২০২৪ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার এবং চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা ইত্যাদি ধরনের অপরাধ সংক্রান্ত পর্যালোচনা করা হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। নগরীতে ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন।
সভায় নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পেশাগত দায়িত্ব পালনকারী চৌকস অফিসারদেরকে তাদের সাফল্যের জন্য নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অপরাধ সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ-সহ বিভিন্ন পদমর্যদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।