চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দনঃ

0
7

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দনঃ

মোঃ ইমদাদুল হক মিলনঃ মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সন্তানদের অংশগ্রহণে গ্রুপ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পৃথক তিনটি গ্রুপে; যথা-প্লে হতে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ, চতুর্থ হতে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ‘খ’ গ্রুপ এবং সপ্তম শ্রেণী হতে তদূর্ধ্ব পর্যন্ত ‘গ’ গ্রুপে বিভক্ত হয়ে ১৫৬ জন প্রতিযোগী চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে।

কোমলমতি শিশু প্রতিযোগীদের নরম হাতের ছোঁয়ায় প্রকৃতি এবং স্মৃতিসৌধসহ নান্দনিক সব চিত্র অঙ্কিত হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ ও অভিভূত করে।তথাপিও প্রতিযোগিতার অংশ হিসাবে কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত বিচারকমন্ডলী প্রতি গ্রুপ থেকে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্ধারণ করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাদেরকে পুরস্কৃত করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন ও শুভ কামনা।

খুলনা মেট্রোপলিটন পুলিশ ক্ষুদে শিল্পীদের মেধা বিকাশে উৎসাহিত করার জন্য তাদের অঙ্কিত চিত্র বহুল প্রচারের জন্য প্রকাশ করছে। প্রতিযোগিতায় বিজয়ী এবং তাদের অঙ্কিত চিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here