মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ; ১০টি মোবাইল ফোন উদ্ধার।

0
3

মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ; ১০টি মোবাইল ফোন উদ্ধার।

মোঃ ইমদাদুল হক মিলনঃ রাজধানীর লালবাগ ও গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ তানভীর হোসেন(২৩), ২। মোঃ আশরাফুল ইসলাম (১৭) ও ৩। রায়হান সরদার (২৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি ছিনতাই করা মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪  লালবাগের শহীদ নগর ও গুলিস্তান এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর বিকাল ০৪.০০ ঘটিকার দিকে লালবাগ মঙ্গলী মেলায় যাওয়ার সময় শহিদ নগর এলাকা থেকে জনৈক মোঃ আশাদ বেপারীর মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় কয়েকজন ছিনতাইকারী। এ ঘটনায় গতকাল (১৮ ডিসেম্বর ২০২৪) মোঃ আশাদ বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলা রুজু করেন।

লালবাগ থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় প্রথমে ছিনতাইকারী চক্রের সদস্যদের অবস্থান সনাক্ত করা হয়। এরপর লালবাগ থানার একটি চৌকস টিম আজ সকাল ৭:৩০ ঘটিকায় লালবাগের শহীদ নগর এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ছিনতাইকারী চক্রের মোঃ তানভীর হোসেন ও মোঃ আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০:০০ ঘটিকায় গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের অপর সদস্য রায়হান সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রায়হানের হেফাজত থেকে বাদী মোঃ আশাদ বেপারীর ছিনতাইকৃত মোবাইল ফোনসেটটি সহ বৈধ কাগজপত্র ছাড়া আরো নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকে পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের তানভীর ও আশরাফুলসহ পলাতক অন্যান্যরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মোবাইল ফোন ছিনতাই করতো। তারা ছিনতাই করা মোবাইল ফোনসেটগুলো রায়হান সরদারের মাধ্যমে বাজারে বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদেরকে লালবাগ থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here