বাংলাদেশের সবুজ ভূ-খণ্ডে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।
মোঃ ইমদাদুল হক মিলনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত মানবতার কল্যাণে ভূমিকা পালন করে আসছে। যেকোন দুর্যোগে জামায়াত সাধ্যের সবটুকু উজাড় করে জাতির পাশে দাঁড়িয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের প্রতি জাতির আগ্রহ তৈরী হয়েছে। জনগণের সেই ভালোবাসাকে কাজে লাগাতে জাতির প্রত্যাশা পূরণে জামায়াত দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
২০ ডিসেম্বর সিলেট মহানগরীর জালালাবাদ ও বিমাবন্দর থানার ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জালালাবাদ থানা আমীর ক্বারী মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিকের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমাদের মানবতাবাদী জাতীয় নেতৃবৃন্দকে কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে শহীদ করা হয়েছে। অথচ আমাদের ২ জন শীর্ষ নেতৃবৃন্দ সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তাদের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে কাজ করি। বাংলাদেশের সবুজ ভূ-খণ্ডে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের দমিয়ে রাখা যায়নি। মানবতার মুক্তি ও একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কুরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে জামায়াতের ইউনিট দায়িত্বশীলদেরকে পরিপুর্ণ মুত্তাকি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সমাজ পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করতে হবে। তাহলে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশস্ত হবে।