১৮ টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ

0
16

১৮ টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ

মোঃ ইমদাদুল হক মিলনঃ রাজধানীর কোতোয়ালি থানা এলাকা হতে ১৮ টি চোরাই মোবাইলসেট উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা।

গ্রেফতারকৃতরা হলো-  মোঃ সোহাগ মোল্লা (৩০), মোঃ আব্দুল্লাহ (২৪), জয় হোসেন (২২) ও  মোঃ শহিদুল ইসলাম (৪৮)। এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন ব্র্যান্ডের ১৮ টি পুরাতন মোবাইল ফোন, একটি পুরাতন পাওয়ার ব্যাংক এবং চারটি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন হাতঘড়ি উদ্ধার করা হয়।

রবিবার ২২ ডিসেম্বর, রাত ১১.০৫ ঘটিকায় কোতোয়ালি থানাধীন ওয়াইজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানা সূত্র জানায়, রবিবার ২২ ডিসেম্বর,  রাত ০৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, ওয়াইজঘাট এলাকার ব্যাকল্যান্ড বাঁধ রোডের সিটি কর্পোরেশন মার্কেটের সামনে কিছু ব্যাক্তি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ১০:০০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় উল্লিখিত চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮ টি পুরাতন মোবাইল ফোন, একটি পুরাতন পাওয়ার ব্যাংক এবং চারটি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন হাতঘড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে ঢাকার গুলিস্তানসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোবাইল সেট, পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি স্বল্প মূল্যে ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ঢাকার সদরঘাটসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মোবাইল সেট, পাওয়ার ব্যাংক এবং হাতঘড়ি একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মামলার সুষ্ঠু তদন্ত এবং গ্রেতকারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here