নূর আজিম গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড রকি গ্রেফতারঃ
মোঃইমদাদুল হক মিলনঃ গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় খুলনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর শীর্ষ সন্ত্রাসী নূর আজিম গ্রুপের একজন কুখ্যাত সন্ত্রাসী টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় অবস্থান করছে। তৎপ্রেক্ষিতে খুলনা থানা পুলিশের চৌকস আভিযানিক টীম দ্রুততার সাথে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কৌশলে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম গ্রুপের অন্যতম কুখ্যাত সন্ত্রাসী শাহরিয়ার হোসেন রকি (৩২), পিতা-শানু মহুরী, সাং-৮/১ দক্ষিণ টুটপাড়া ইষ্ট সার্কুলার রোড, থানা-খুলনা সদর, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী রকি সন্ত্রাসী নূর আজিমের আপন ছোট ভাই। সে টুটপাড়া জনকল্যাণ স্কুলের পাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত রনি সর্দার এবং দক্ষিণ টুটপাড়া বায়তুল মামুর মহল্লায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত পলাশ হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামী।
এলাকায় দখলবাজি, চাঁদাবাজি এবং টাকার বিনিময়ে কিলিং মিশনে অংশ নিয়ে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী রকিকে গ্রেফতারের ফলে এলাকায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরেছে। খুলনা মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জনের মধ্যে গ্রেফতারকৃত রকি অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে।