কেন্দ্রীয় সংগঠন পরামর্শ করে যখন যেটা ভালো মনে করেন , সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।

0
14

কেন্দ্রীয় সংগঠন পরামর্শ করে যখন যেটা ভালো মনে করেন , সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।

মোঃ ইমদাদুল হক মিলনঃ কোটি মানুষের সংগঠন। সবার সাথে পরামর্শ করা বা সবাইকে খুশি করা এটা তো সম্ভব না। আপনি যদি সংগঠনকে ভালোবাসেন তবে এ সংগঠনের উপর আস্থা রাখুন। আর জনশক্তি হয়ে থাকলে সংগঠন পদ্ধতি অনুযায়ী সমালোচনা করুন।
সব কিছু আপনার পছন্দ হবেনা। সব পলিসিতে একমত নাও হতে পারেন। দ্বিমত পোষন করার অধিকারও দিয়েছে সংগঠন। কিন্তু সেটা হতে হবে নিজস্ব পরিসরে।

এর বাইরে যারা কথায় কথায় যারা কেন্দ্রীয় সংগঠণ
ও নেতৃত্ব কে প্রশ্নবিদ্ধ করতে চায়?
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমিরে জামায়াত যেখানে দেশ পেরিয়ে বহির্বিশ্বেও সামাদৃত।
আপনি কি কারনে ছোটখাটো বিষয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় অনর্গল লেগে আছেন? তারা আর যেই হোক না কেন সংগঠনের কোন পর্যায়ের জনশক্তি নয বরং তারা সংগঠনের ভিতর বহুরূপী ক্ষতিসাধনকারী।

এদের এড়িয়ে চলা ও এদের থেকে সবাইকে সাবধান রাখা সময়ের অপরিহার্য দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here