ফুটপাতের শৃঙ্খলা ফেরাতে সরেজমিন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
মোঃ ইমদাদুল হক মিলনঃ ফুটপাতের শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ঢাকার কয়েকটি ফুটপাত সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম এবং ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
আজ বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ সকালে তেজগাঁওয়ের ফার্মগেট ও ইন্দিরা রোডের ফুটপাত পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে তারা ফুটপাতের ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের মতামত শোনেন এবং কীভাবে পথচারীর স্বার্থ বজায় রেখে সমন্বিত প্রচেষ্টায় ফুটপাতে শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।