বড়দিন উপলক্ষে হলি রোজারি চার্চ পরিদর্শন করলেন ডিএমপির কমিশনার।
মোঃ ইমদাদুল হক মিলনঃ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁওস্থ হলি রোজারি চার্চ পরিদর্শন করেছেন ঢাকা মেট্টোপলিটন (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি ।
আজ বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ বিকেল ০৪:৩০ ঘটিকায় ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি হলি রোজারি চার্চ পরিদর্শন করেন।
ডিএমপি কমিশনার চার্চ পরিদর্শনকালে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় চার্চ কর্তৃপক্ষ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।