সম্প্রতি দুর্নীতি বিষয়ে পুরোনো ফাইল ঘাটাঘাটির তথ্য পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ পরিকল্পিত এই আগুন।
মোঃ ইমদাদুল হক মিলনঃ সবচেয়ে ক্ষতিগ্রস্থ ও প্রায় সবই পুড়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ে(আরো আছে)। উল্লেখ্য বিগত আমলে হাসিনার ছেলের মদদে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিলো এই আইসিটিতেই।
সম্প্রতি দুর্নীতি বিষয়ে পুরোনো ফাইল ঘাটাঘাটির তথ্য পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ পরিকল্পিত এই আগুন। বাংলাদেশকে অকার্যকর করার অংশ।
যেসব আমলারা বিগত দিনে গুম-খুন-দুর্নীতি আর সব অন্যায়ে লীগের পক্ষে নির্দেশ দিয়েছে, সহযোগিতা করেছে এবং মাঠে কাজ করেছে তাদের রেখে দেশ সংষ্কারের হাস্যকর পরিকল্পনা করার কারনেই আজকের এই ব্যর্থতা।
সচিবালয়ে এই ধরনের নিরাপত্তা হুমকি গোয়েন্দারা জানে না এমন হতে পারে না। পূর্বেও হাসিনার আমলে এই ঝুকির কথা প্রকাশ্যে এসেছিলো কিন্তু তারপরেও সেই সরকার ৭ বছর কোন সমস্যা ছাড়াই পার করেছিলো। (২০১৭-তে প্রথম ঝুকির তথ্য আসে)