টেকসই সংস্কার ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন সুষ্ঠু হবে না: শায়খে চরমোনাই।
মোঃ ইমদাদুল হক মিলনঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে টেকসই সংস্কার ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন সুষ্ঠু হবে না, তাতে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এমন অবস্থায় নির্বাচন হলে কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেয়া যাবে না। কালো টাকার ছড়াছড়ি ও পেশীশক্তির ব্যবহার বন্ধ হবে না।
তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন দিয়ে কোন লাভ হবে না। সংখ্যানুপাতিক হারে (পিআর পদ্ধতির)নির্বাচন হলে তাতে পেশীশক্তির ব্যবহার হবে না। কালো টাকার ছড়াছড়ি হবে না বরং জাতীয় এক সরকার হবে, যে সরকার ফ্যাসিস্ট হবে না। তিনি ছাত্র আন্দোলনের প্রত্যেককে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে আদর্শ সমাজ নির্মাণ করতে আহ্বান জানান।
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, যারা সমাজকে সংশোধন করতে চাই তারা নিজেরাই সংশোধন হই নাই। যারা সমাজকে সাজাতে চাই তারা নিজেরা নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি নাই।
তিনি বলেন, যুগে যুগে বৈষম্য বিরোধী আন্দোলন করে অফিস-আদালতে এখনো বৈষম্য দূর হয়নি। ৫ আগস্টের পরে বৈষম্য দূর হয়নি বরং ফ্যাসিস্ট এর পরিবর্তে নতুন আরেক দলের অবৈধ ক্ষমতার দাম্ভিকতায় বৈষম্য চলছে। অন্যের জমির ধান কেটে নিয়ে প্রশাসনের ছত্রছায়ায় তারা পার পেয়ে যেতে চায়।
আজ শুক্রবার ২৭ ডিসেম্বর সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি জসিম খাঁ’র সভাপতিত্বে আরামবাগের ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তন, বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান এর সভাপতিত্বে সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে পৃথক দুটি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর বলেন, ৫ আগস্ট এর পরে চাঁদাবাজি গুন্ডামী, দখলদারিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যা, বিচার বিহীন হত্যা ও মা-বোনেরা ধর্ষিত হচ্ছে। থানায় থানায় মির্জা মামলার পাহাড় হাইকোর্টের বিচারপতি এজলাসে থাকার পরেও তার বিরুদ্ধে মামলা হয়। দেশ কোথায় আছে।
তিনি বলেন, দেশকে ধ্বংস করার জন্য চক্রান্তের অংশ হিসেবে সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। সচিবালয়ের আগুন পরিকল্পিত। এ আগুন যেনতেন নয়, পরিকল্পিতভাবেই লাগানো হয়েছে। বিগত সময়ের সমস্ত অপকর্মের রেকর্ড জালিয়ে দেয়া হয়েছে। যাতে অপকর্মের কোন রেকর্ড না থাকে।
শায়খে চরমোনাই এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে দোষীদের পরিচয় জাতির সামনে তুলে ধরে আইনের আওতায় আনতে হবে।
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্রের ফলে মানুষের জীবনযাত্রার মান খারাপের দিকে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ। এর কারণ হচ্ছে চোর ডাকাত ও দুর্নীতিবাজদের মাধ্যমে দেশকে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না। সন্ত্রাসীর মাধ্যমে সন্ত্রাস বন্ধ করা যায় না।
তিনি বলেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজ পরিবর্তন হয়েছে, কিন্তু দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক আমীরের শ্লোগান ছিল “নেতা নয় নীতির পরিবর্তন চাই”।
তিনি বলেন, নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। পাঁশ্চত্যের দলগুলোতে মানুষ ফেরেশতা হয়ে প্রবেশ করে আজাজিল হয়ে বের হয়। বুয়েটের ছাত্র আবরারকে তার সহকর্মী বুয়েটের মেধাবীরা হত্যা করেছিল । এই দলগুলো মেধাবীদেরকে খুনি, চাঁদাবাজ, দখলদার ও ডাকাত হিসেবে তৈরি করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এই দলের কারণে ধর্ষণের সেঞ্চুরি করেছিল। তারা খুন করেছে, এই দল তাদেরকে ধর্ষক, খুনি বানিয়েছে। মেধাবীদেরকে টেন্ডারবাজ, চাঁদাবাজ, দখলদার বানিয়েছে। এরা একজন ভালো মানুষকে ডাকাতে পরিণত করে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের স্লোগান হলো নিজে পরিবর্তন হয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। নিজেকে আদর্শিক হয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। নিজে চাঁদাবাজ, দুর্নীতিবাজ হলে সমাজকে পরিবর্তন করা যাবে না।
তিনি ২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি হিসেবে মাঈনুল ইসলাম, সহ-সভাপতি আ.কাদির ও আবু সুফিয়ান নোমান কে সাধারণ সম্পাদক এবং মহানগর দক্ষিণ শাখার
সভাপতি হিসেবে আরিয়ান ইমন, সহ সভাপতি নেয়ামাতুল্লাহ বীন হাবিব ও সাধারণ সম্পাদক হিসেবে এইচ এম জোবায়ের হোসাইন এর নাম ঘোষণা করেন।
এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মাদ মুনতাসির আহমদ ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মাহবুবুর রহমান।