মোংলায় জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন ।
মোংলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার উদ্যোগে স্থানীয় শ্রমিক সংঘ চত্বরে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৭ ডিসেম্বর (২০২৪) শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য,খুলনা অঞ্চলের পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য,
বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ রেজাউল করিম,কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনুস, সহকারী সেক্রেটারী মোঃ ইকবাল হোসাইন । এ সময় জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার সভাপতি এম এ বারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মোংলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, নায়েবে আমির অধ্যাপক মাওলানা কোহিনুর সরদার,পৌর নায়েবে আমির হযরত মাওলানা মোঃ মনিরুজ্জামান,পৌর সেক্রেটারী সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোহম্মদ হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ আবিদ হাসান প্রমুখ । কর্মী সম্মেলনে প্রধান অতিথি বলেন, যারা আওয়ামী লীগের নামে রাজনীতি করেছেন, তারা অপরাজনীতি করার কারণে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে । তারা দেশের গণতন্ত্র, অর্থনীতি, এবং বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে । যার কারনে দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করার এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিলো । রাষ্ট্রের সকল স্তরে দুর্নীতি করে লুটে নিয়ে বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে । তাদের এই ফ্যাসিবাদের কারণেই দেশ থেকে নেক্কারজনকভাবে লক্ষণ সেনের মতো পালিয়ে যেতে হয়েছে ।
আমাদের দুইজন মন্ত্রী ছিল কিন্তু তাদের কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি । আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই । আবু সাঈদ, মুগ্ধ কি দোষ ছিল ? তাদের শুধু একটি দোষ ছিল । তারা বলেছিল আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে কোন বৈষম্য থাকবে না । এটা কি তাদের অপরাধ ছিল ? তারা চেয়েছিল একটি শোষণমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে,যেখানে কোনো বৈষম্য থাকবে না । ২০০০ ছাত্র – জনতার রক্তের বিনিময়ে ২০২৪ সালের স্বাধীনতা পেয়েছি । এ স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা আরো রক্ত দেবো এবং এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে ছাড়বো ইনশাল্লাহ ।