কেএমপি’তে মাস্টার প্যারেড; অভিবাদন গ্রহণ করেন পুলিশ কমিশনারঃ

0
28

কেএমপি’তে মাস্টার প্যারেড; অভিবাদন গ্রহণ করেন পুলিশ কমিশনারঃ

মোঃ ইমদাদুল হক মিলনঃ আজ ২৯ ডিসেম্বর ২০২৪  সকাল ০৮.০০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে খুলনা মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার  মোঃ জুলফিকার আলী হায়দার প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। সহকারি পুলিশ কমিশনার  সৌমেন্দ্র কুমার বাইন প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার প্রতিটি কন্টিনজেন্টে অংশগ্রহণকারী পুলিশ সদস্যেদের শারীরিক ফিটনেস ও পোশাকের টার্ন আউট দেখেন। এ সময় তিনি উত্তম টার্ন আউটের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যকে সার্ভিস রিওয়ার্ড এর ঘোষণা প্রদান করেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। সুস্থতার জন্য পিটি, প্যারেড এবং খেলাধুলার বিকল্প নেই। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সুস্থতার উপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠানের জন্য নির্দেশনা প্রদান করেন। চমৎকার কুচকাওয়াজ প্রদর্শনীর জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাস্টার প্যারেডে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার-সহ সকল পদমর্যদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here