খুলনায় চোরাই স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ চোর আটক

0
24

খুলনায় চোরাই স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ চোর আটক।

মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনা সদর থানাধীন জনৈক মোঃ রবিউল ইসলাম এর বাসায় গত ০৫/১১/২০২৪ তারিখ দুপুরে সংঘটিত চুরির ঘটনায় খুলনা সদর থানা পুলিশ মোহাম্মাদিয়া পাড়া ৩নং গলি আসামীর নিজ বাসা থেকে শিমলা আক্তার শিমু (১৯), পিতা-রাশেদুল ইসলাম, সাং-মোহাম্মাদিয়া পাড়া ৩নং গলি, থানা-লবণচরা, খুলনাকে স্বর্ণের ০১ জোড়া হাতের বালা, ০২ জোড়া কানের দুল, ০২ টি গলার চেইন, ০১ টি লকেট, ০১ টি হাতের ব্রেসলেট, ০১ টি নাকফুল এবং নগদ ৭৫,০০০ টাকাসহ গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here