যশোরে জামায়াত নেতাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি গ্রেফতার।
মোঃ ইমদাদুল হক মিলনঃ যশোরের ভিকটিম আমিনুল ইসলাম সজল (৪৩), পিতা- মোঃ আজিজুল ইসলাম, সাং- খোলাডাঙ্গা (মুন্সিপাড়া), থানা- কোতয়ালী, জেলা- যশোর একজন হার্ডওয়্যার এবং সেনিটারী ব্যবসায়ী। গত ইং ০৪ নবেম্বর ২০২৪ সোমবার সন্ধ্যায় যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন খোলাডাঙ্গা গ্রামস্থ সার-গোডাউন গাজীর বাজারে ভিকটিমের নিজ দোকানে বেচা-কেনা করে এশার নামাজের উদ্দেশ্যে বের হয়ে জনৈক ব্যক্তির বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে ভিকটিমের গতিরোধ করে কিছু দুষ্কৃতিকারী অতর্কিতভাবে হামলা করে ভিকটিমের হাতে, বুকে ও পিঠে চাকু দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দ্রুত পলিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায় যে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামিরা এলাকায় সন্ত্রাসী,চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছে। মাদক ব্যবসায় বিরোধীতা করার কারণে দীর্ঘদিন ধরে ভিকটিমের সাথে আসামিদের বিরোধ চলছিল। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম আমিনুল ইসলাম সজলকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উক্ত হত্যা সংক্রান্তে ভিকটিমের ভাই বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ নবেম্বর ২০২৪ শুক্রবার ৩ টা.৩০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার শরণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম আসামি স্বরন (২৫), পিতা- টোকন, সাং- খোলাডাঙ্গা, থানা- কোতোয়ালী, জেলা- যশোর’কে গ্রেফতার করে। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।