যশোরে পানির নিচে লুকিয়ে রাখা ২৭০ বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেফতার।
মোঃ ইমদাদুল হক মিলনঃআজ ১০ নভেম্বর ২০২৪ দিবাগত রাত ০৩.২০ ঘটিকায় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৫নং পুটখালী ইউনিয়নের জনৈক ব্যক্তির আম বাগানের পূর্ব পাশের ধইঞ্চা ক্ষেতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে আভিযানিক দলটি ১০ নভেম্বর ২০২৪ রাত ০৩.৫৫ ঘটিকার সময় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যগণ আসামি (i) মোঃ ইনামুল হোসেন (২০), পিতা- মোঃ জামাল হোসেন, ২। মোঃ শামীম মোড়ল (২৭), পিতা- মোঃ নাজিম উদ্দিন, উভয় সাং- পুটখালী পশ্চিমপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয়’কে তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা ধইঞ্চা ক্ষেতের ভিতরে পানির মধ্যে লুকানো অবস্থায় মোট ২৭০ (দুইশত সত্তর) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৮,১০,০০০/- (আট লক্ষ দশ হাজার)টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেনাপোল সীমান্ত হতে উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল স্বল্প মূল্যে ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করার উদ্দেশ্যে নিজ দখলে রেখেছিলো। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।