আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

0
22

আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ।

বাংলাদেশ বর্তমান সময়ঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। আজ সোমবার বিকেল চারটার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নগরের প্রেসক্লাবের সামনে সড়কে বসে পড়েন।

বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, ‘উত্তরবঙ্গের প্রতি বৈষম্য বন্ধ করো। উত্তরবঙ্গের প্রতিবাদী কণ্ঠস্বর, ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক, জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড আখতার হোসেনকে উপদেষ্টামণ্ডলীতে দেখতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here