গুলিস্তানের পার্কে অভিযান; হকারদের লুকানো ৫০০ ভ্যান গাড়ি জব্দ।

0
21

গুলিস্তানের পার্কে অভিযান; হকারদের লুকানো ৫০০ ভ্যান গাড়ি জব্দ।

মোঃ ইমদাদুল হক মিলনঃরাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে হকারদের লুকিয়ে রাখা রিকশা ভ্যানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ, সেনাবাহিনী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে গুলিস্তানের রাস্তা দখল করে বসা হকারদের গাড়ির বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে হকারদের প্রায় ৫০০ গাড়ি জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। কিন্তু অভিযানের খবর আগেভাগেই হকাররা জেনে যাওয়ায় তাদের ভ্যান ও গাড়িগুলো পার্শ্ববর্তী পার্কে লুকিয়ে রাখে। তাই বাইরে অভিযান না চালিয়ে পার্কে অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান বলেন, গুলিস্তানে আমরা দিনে চারবার অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। পরবর্তীতে আমরা তথ্য পাই অভিযানে আসলে হকাররা গাড়িগুলো গুলিস্তানে শহীদ মতিউর পার্কে এনে রাখে। অভিযানিক দল চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসত। পরবর্তীতে আমরা সিটি করপোরেশনের সহযোগিতায় আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here