খুলনার ডুমুরিয়ার হাসানপুর গ্রামে ছোট ভাইয়ের হাতে আপন বড় ভাই খুন।
মোঃ ইমদাদুল হক মিলনঃ গত ১১ই নভেম্বর রোজ সোমবার ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের জিনেতুল্লাহ বিশ্বাস এর পূত্র মোঃ সোহান বিশ্বাস নিজ বাসায় অতি সামান্য বিষয় নিয়ে আপন বড় ভাই রুবেল বিশ্বাসকে ধারালো দা দিয়ে মাথায় এবং শরীরে মারাত্মকভাবে জখম করে। রাতে সে খুলনা মেডিকেলে চিকিৎধীন অবস্থায় মারা যায়।
কিছুদিন আগে নিজের আপন মাকে দা গিয়ে কু পি য়ে জ খ ম করে। বড় ভাইকে জ খ ম করে সে পলাতক ছিল।
আজ খু নি কে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।