ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের তিন জন গ্রেফতার।

0
14

ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের তিন জন গ্রেফতার।

মোঃ ইমদাদুল হক মিলনঃ শারীরিক প্রতিবন্ধী রিপনের জীবিকা অর্জনের একমাত্র সম্বল ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাসুদ রানা (২৪), মোঃ ইব্রাহীম(২৫) ও মাকসুদ(২১)। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪ খ্রি.) ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকায় শারীরিক প্রতিবন্ধী রিপন মিয়া (২১) মিরপুর-১২ থেকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয়। সকাল আনুমানিক ০৬:২০ ঘটিকায় মিরপুর-২, লাভ রোড কেন্দ্রীয় মন্দিরের সামনে অটোরিকশা নিয়ে অবস্থানকালে শাহআলী মাজারে যাওয়ার কথা বলে তিনজন যাত্রী অটোরিকশায় উঠে। সকাল আনুমানিক ০৬:২৫ ঘটিকায় মিরপুর ২নং সেকশনের, ব্লক-জি এর ৩ নং রোডে পৌঁছালে যাত্রীবেশে থাকা একজন ধারালো দেশীয় অস্ত্র ছুরি বের করে অটোরিকশা চালক রিপনের গলায় ধরে এবং প্রাণনাশের ভয় দেখায়। অন্য দুইজন রিপনকে আঘাত করে জোরপূর্বক তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে সনি সিনেমা হলের দিকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ১৬ নভেম্বর রাত ১২:৩৫ ঘটিকায় রিপনের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি ছিনতাইয়ের মামলা রুজু হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজু হওয়া পর থানার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (১৬ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৩:১৫ ঘটিকায় রূপনগর থানার ইস্টার্ন হাউজিং ঘরোয়ার মোড় থেকে অভিযান পরিচালনা করে অটোরিক্সা ছিনতাইয়ে জড়িত মাসুদ, ইব্রাহীম ও মাকসুদ নামের তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় শারীরিক প্রতিবন্ধী রিপনের জীবিকা অর্জনের একমাত্র সম্বল ছিনতাই হওয়া অটোরিকশাটি এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, অটোরিকশা ও পথচারীদের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here