*সাংবাদিকের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার।
মোঃ ইমদাদুল হক মিলনঃ দেশীয় অস্ত্রসহ পেশাদার তিন ছিনতাইকারী গ্রেফতার।মোহাম্মদপুরের বসিলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মোঃ নাঈমুর রহমানের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার ও দেশীয় অস্ত্রসহ পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। ইয়াছিন ওরফে ভাইয়া ইয়াছিন (২০), ২। মোঃ শিহাব (২২) ও ৩। মোঃ মানিক (২০)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ক্যামেরার লেন্সসহ Nikon D-850 ক্যামেরা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
শনিবার ১৬ নভেম্বর বিকাল ০৫:০৫ ঘটিকায় মোহাম্মদপুর থানার গ্রীন ভিউ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মোঃ নাঈমুর রহমান গত ১৩ নভেম্বর ২০২৪ খ্রি. অফিসের কাজ শেষে মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে অবস্থিত তার ভাইয়ের বাসায় আসেন। কাজ শেষে পায়ে হেঁটে মোহাম্মদপুর থানার বসিলায় অবস্থিত বড় ভাইয়ের বাসার উদ্দেশে রওয়ানা করেন। রাত আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় মোহাম্মদপুর থানার বসিলা রোডের সুজুকি বাইক সেন্টার সংলগ্ন কালভার্টের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা চারজন ছিনতাইকারী বাদীর গতিরোধ করে। ছিনতাইকারীরা চাপাতি ও সামুরাই দিয়ে ভয়-ভীতি দেখিয়ে বাদীর নিকট থেকে নগদ সাত হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, মানিব্যাগ, ক্যামেরার চার্জার, ব্যাটারী, মেমোরি কার্ডসহ একটি Nikon D-850 ক্যামেরা, Nikon 24-120 mm ক্যামেরার লেন্স, ক্যামেরার ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মোঃ নাঈমুর রহমান নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় গত ১৬ নভেম্বর একটি মামলা দায়ের করেন।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (১৬ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৫.০৫ ঘটিকায় মোহাম্মদপুরের গ্রীন ভিউ হাউজিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত এজাহারনামীয় অপর পলাতক আসামি আশরাদুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।