সারজিস আলম গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিলেন।

0
14

সারজিস আলম গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিলেন।

বাংলাদেশ বর্তমান সময়ঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কবার্তা দিয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমার সঙ্গে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়। কেউ যদি আমার সঙ্গে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও লেখেন, ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না। যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে প্রাসঙ্গিক।

সারজিস লেখেন, কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি। অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন- সরাসরি আমার সঙ্গে কথা বলিয়ে দিতে। তখনই সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন।

এ সময় প্রতারক, ভন্ড ও সুবিধাবাজ থেকে সাবধান থাকতে বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here