খুলনায় চোরাই ১টি গরু এবং বহনকারী ১টি পিকআপসহ ৩ জন আটক:
মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনার লবণচরা থানা পুলিশ ১৯ নভেম্বর সন্ধ্যায় স্বপ্নপূরণ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১) মোঃ ইমদাদুল ফকির (৩৫), পিতা-ইউনুস ফকির, সাং-নোয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট; ২) মোঃ রাসেল হাওলাদার (২৪), পিতা-মোঃ আলম, সাং-চাকচিরি বাজার, থানা-রামপাল, জেলা-বাগেরহাট এবং ৩) মোঃ হযরত আলী রিপন (৩২), পিতা-মোঃ গোলজার মোড়ল, সাং-খাজুরা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদেরকে চোরাই ১টি গরু এবং বহনকারী ১টি পিকআপসহ গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।