বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৪

0
17

বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৪

মোঃ ইমদাদুল হক মিলনঃখুলনা পাবলিক কলেজ, খুলনার আয়োজনে ২০ নভেম্বর সকালে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। তিনি বলেন, শরীরিক সুস্থতা ও মানসিক বিকাশে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই। আধুনিক বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় বাঁধা হচ্ছে মাদক। আমাদের সন্তানরা যেন কোনভাবেই মাদকে আসক্ত না হয়ে পড়ে, সে ব্যাপারে অভিভাবকসহ আমাদের সকলকেই সর্তক থাকা প্রয়োজন। এছাড়াও স্মার্ট ফোন ব্যবহার সীমিত করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেদের লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য আহবান জানান।

এসময় খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম-সহ অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here