জাপা ছাড়া নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না: কো- চেয়ারম্যান।

0
17

জাপা ছাড়া নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না: কো- চেয়ারম্যান।

বাংলাদেশ বর্তমান সময়ঃ জাপা ছাড়া নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার আগে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এমন মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে জাপার এই নেতা বলেন, ‘জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল। জাপা ছাড়া দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে তা অংশগ্রহণমূলক হবে না।’

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে করা এক প্রশ্নের জবাবে রংপুর সিটির সাবেক মেয়র বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উঠেছে। কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের কথা এখনও ওঠেনি। যখন উঠবে তখন দেখা যাবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংলাপ করলেও জাতীয় পার্টিকে (জাপা) ডাকা হয়নি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রংপুর সিটির সাবেক মেয়র বলেন, ‘ডায়লগে কে ডাকল, কে ডাকল না, সেটা বিষয় না। জাতীয় পার্টি নিজেদের শক্তি সামর্থ বাড়াতে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে।

রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ বিভাগের ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here