বৃদ্ধ বয়সে ১৫ বছর জেল খেটেছেন খালেদা জিয়া।

0
17

বৃদ্ধ বয়সে ১৫ বছর জেল খেটেছেন খালেদা জিয়া।

মোঃ ইমদাদুল হক মিলনঃ কেবল ২ কোটি টাকা। এক ব‍্যাংক থেকে অন‍্য একাউন্টে ছিল কেন! খরচ হয়নি! শুধু এই অভিযোগ বৃদ্ধ বয়সে জেল খেটেছেন খালেদা জিয়া। ১৫ বছর ধরে তার আবাসস্থল, ছেলেদের বেড়ে ওঠার জায়গা ক‍্যান্টনমেন্টে নিষিদ্ধ ছিলেন তিনি।

শেখ হাসিনা এই তো সেদিন দম্ভ করেছিলেন ২০০৬ সালের সে সময়
“যেদিন আমাকে ক‍্যান্টনমেন্টের গাড়ী বাধা দিয়ে আমাকে হাটতে বাধ্য করেছিল খালেদা জিয়া আমি সেদিন পণ করেছিলাম যেদিনই সুযোগ পাব, সেদিন ই বার করে দেব! ওটা তো আমার বাপের জায়াগা, বাপ স্বাধীন না করলে আজ ক‍্যান্টনমেন্ট হত”

খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ি টা এখন বহুতল ভবন । সেটাতে আর ফেরা যাবে না। তবে এই ফেরাটাও একটা ইতিহাসের চপেটাঘাত। একজন স্বসম্মানে, আর দম্ভকারী পলাতক, ফেরারী, আপন দেশে।
টাইমলাইনে থাকুক। রেখে দিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here