সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
11

সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ বতদর্তমান সময়ঃ  স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কলেজগুলোর শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিরসনে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা এবং শিক্ষার্থীদের সহিংস আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানানো। তিনি আরও বলেন, শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের মধ্যে আলোচনা হওয়ার মাধ্যমে পরিস্থিতির সমাধান সম্ভব।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাঠিয়ান হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা রাস্তায় নেমে সহিংস আন্দোলন না করে নিজেদের দাবির বিষয়ে শান্তিপূর্ণ আলোচনায় অংশ নিক। আগের সরকারের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য আমাদের নেই।’

এ সময় তিনি ছাত্র ও শিক্ষক প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন একত্রিত হয়ে সমস্যার সমাধান খোঁজার জন্য আলোচনা করেন। ‘সমস্যা সমাধানে আমাদের পদ্ধতি হবে আলোচনার মাধ্যমে, এবং আমরা চাই যে সকল পক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টি হোক।’

হাওর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, ‘হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে যদি কোনো অনিয়ম দেখা যায়, তবে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।’ পাশাপাশি তিনি জানান, টাঙ্গুয়ার হাওরে টুরিজম কার্যক্রম চলবে, তবে তা নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নজরদারির মধ্যে থাকবে।

এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসিম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here