৯,৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী

0
8

৯,৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী

মোঃ ইমদাদুল হক মিলনঃ রাজধানীর বারিধারার প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ হারুন অর রশিদ (৫৩)।

মঙ্গলবার(২৬ নভেম্বর  বিকাল আনুমানিক ০৫:০৫ ঘটিকায় বারিধারা প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ০৪:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বারিধারা এলাকায় এক ব্যাক্তি ইয়াবা পাইকারি বা খুচরা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকাল ০৫:০৫ ঘটিকায় ডিবির টিমটি প্রগতি সরণির জে ব্লকের গ্রীণ গ্রানাইট অ্যান্ড মার্বেল লিমিটেড বিল্ডিংয়ের সামনে অভিযান পরিচালনা করে হারুনকে গ্রেফতার করে। এ সময় তার হাতে থাকা একটি চামড়ার ব্যাগের মধ্য থেকে ৪৯টি প্যাকেটে মোট নয় হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতসহ তার সহযোগী পলাতক মো: মনির হোসেনের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হারুন দীর্ঘদিন ধরে তার পলাতক সহযোগী মনির হোসেনের নিকট থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেফতারকৃত হারুন।

মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অপর আসামি পলাতক মনিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here