পুনাকের পুরণো সভানেত্রীর বিদায়, অন‍্যদিকে নতুন সভানেত্রীকে বরণ।

0
17

পুনাকের পুরণো সভানেত্রীর বিদায়, অন‍্যদিকে নতুন সভানেত্রীকে বরণ।

মোঃ ইমদাদুল হক মিলনঃ একদিকে পুরণো সভানেত্রীর বিদায়, অন‍্যদিকে নতুন সভানেত্রীকে বরণ। বেদনা মেশানো আনন্দঘন পরিবেশে কেটেছে গতকাল বিকেল। পুনাক অফিসে আয়োজিত হয়েছিল ওই বিশেষ অনুষ্ঠানটি । প্রায় তিন মাস সভানেত্রীর দায়িত্ব পালন করে সাবেক আইজিপি, রাষ্ট্রদূতর সহধর্মিণী  মেহেরুন্নেছা ইসলাম নতুন কর্মক্ষেত্র মুখি হলেন। আর আনুষ্ঠানিকভাবে তাঁর স্থলাভিষিক্ত হলেন বর্তমান আইজিপির সহধর্মিণী  আফরোজা হেলেন।

বিদায়ী এবং বর্তমান সভানেত্রীগণ তাঁদের নানা স্মৃতি রোমন্থন করেছেন । পুনাক পরিবারের প্রতি গভীর ভালোবাসা, এগিয়ে নেয়ার প্রত্যয়, প্রতিশ্রুতি ঝরেছে দুজনেরই কণ্ঠে। বলেছেন, পুনাক একটা পরিবার। প্রত‍্যেকের ভালোলাগা, ভালবাসা জড়িয়ে আছে এই পরিবার, এই প্রতিষ্ঠানকে ঘিরে। আমাদের গৃহকর্তাগণ যেমন মানুষের শান্তি ও নিরাপত্তায় কর্মমূখর, তেমনি আমাদের মননে গেঁথেছে মানব সেবার প্রত‍্যয়। সবাই মিলে আর্ত-পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন‍্য উদাহরণ সৃষ্টি করেছে এই পুনাক। প্রত‍্যেক সভানেত্রী তাঁর নেতৃত্ব দিয়ে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়েছেন। বিদায়ী সভানেত্রী স্বল্প সময়েও সক্রিয় অবদান রেখেছেন । নতুন সভানেত্রীর হাত ধরে পুনাক খুঁজে নেবে নতুন উচ্চতা। উভয় সভানেত্রী উভয়ের সাফল্য এবং শুভকামনা করেন। সেইসাথে নতুন সভানেত্রী পরিদর্শন করেন পুনাকের কারখানা ও শোরুম।

অনুষ্ঠানে উভয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী রাহেলা সুলতানা, মুনমুন আহসান, আইরিন রহমান এবং ফারজানা মমতাজ। সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমাসহ সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত থেকে প্রাণবন্ত করেন এই অনুষ্ঠানকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here