শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনুসারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে মন্তব্য :করেছেন আমান উল্লাহ আমান।

0
15

শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনুসারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে মন্তব্য :করেছেন আমান উল্লাহ আমান।

বাংলাদেশ বর্তমান সময়ঃ  ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনুসারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, দেশে নতুন করে বিশৃঙ্খলা করার চেষ্টা হচ্ছে। মাথা পালিয়েছে, লেজ কিন্তু পালায়নি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর এলাকায় জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমান বলেন, জোর করে ১৬ বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। বলেছিলেন তিনি পালান না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। নেতাকর্মীদের দিকেও তাকাননি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা রয়ে গেছে। তারাই বিভিন্ন ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাথা পালাইছে, লেজ পালায়নি। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।

বিএনপির এই নেতা আরও বলেন, ১৬ বছর আপনারা অনেক কষ্ট করেছেন। অনেক মামলা, হামলার শিকার হয়েছেন। বাড়িতে বন্দি থেকেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ বছরের আন্দোলন সংগ্রাম ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এখন আর কেউ আপনাদের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। আপনাদের ভোট আপনারা দেবেন। ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় এলে কেরানীগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার।

এ সময় হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমউদ্দীন, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়ালিউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here