স্বামীকে অচেতন করে স্বর্ণের দোকান লুট স্ত্রী’র বিরুদ্ধে অভিযোগ।
মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনায় স্বামীকে অচেতন করে স্বর্ণের দোকান লুট করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ২৮ নভেম্বর নগরীর খালিশপুর গৌতম জুয়েলার্সে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৌতমকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার জ্ঞান ফিরলেও ঠিকমতো কথা বলতে পারছেন না তিনি।
তবে স্থানীয়রা জানায়, দোকানের এতোগুলো চাবি এবং সিন্ধুক কিভাবে খুলে নিয়ে গেল, কেউ দেখলো না। ঘটনাটি রহস্যজনক।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শুনেছি স্ত্রী তার স্বামীকে অচেতন করে দোকান থেকে স্বর্ণ নিয়ে চলে গেছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।