মিরপুর পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক বিভাগের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

0
7

মিরপুর পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক বিভাগের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

মোঃ ইমদাদুল হক মিলনঃ ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি এঁর নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১ ডিসেম্বর সকালে মিরপুর পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার)। এসময় তাঁর সাথে ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ ।

মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন ট্রাফিক-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম। তারঁ সাথে সহকারী অধিনায়ক হিসেবে ছিলেন ট্রাফিক-তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাস।

মাস্টার প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার) ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড শেষে তিনি মিরপুর পুলিশ লাইন্স-এ অবস্থিত ট্রাফিক ব্যারাক পরিদর্শন করেন। এসময় তিনি স্বাস্থ্য সচেতনতা ও ব্যারাকের পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন।

এসময় ডিএমপির ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here