হাসিনার শাসনামলে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ বর্তমান সময়ঃ হাসিনার সময়ে বছরে গড়ে ১ লাখ ৯২ হাজার কোটি টাকা পাচার হয়েছে।
অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হয়েছে। যেখানে শেখ হাসিনার শাসনামলে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে। প্রতি ডলার ১২০ টাকা দরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা।
আজ রোববার ০১ ডিসেম্বর দুপুরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়। শ্বেতপত্র প্রতিবেদন হস্তান্তরের পর প্রেস সচিব শফিকুল আলম জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে।
প্রস্তাবিত শ্বেতপত্রে সরকারি আর্থিক ব্যবস্থাপনার আওতায় অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয় (সরকারি বিনিয়োগ, এডিপি, ভর্তুকি ও ঋণ) এবং বাজেট ঘাটতির অর্থায়নের বিষয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মুদ্রাস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উৎপাদন, সরকারি সংগ্রহ এবং খাদ্য বণ্টন ছাড়াও রপ্তানি, আমদানি, রেমিট্যান্স, এফডিআই, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ ও বৈদেশিক অর্থ প্রবাহের বিষয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও চাহিদা, সরবরাহ, মূল্য নির্ধারণ, খরচ ও ক্রয় চুক্তিসহ ব্যক্তিগত বিনিয়োগের ক্ষেত্রে ক্রেডিট, বিদ্যুৎ, সংযোগ এবং লজিস্টিকসে অ্যাক্সেস ছাড়াও দেশ ও বিদেশে কর্মসংস্থান, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মজুরি এবং যুব কর্মসংস্থানের বিষয়ে আলোচনার প্রস্তাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।