খুলনার দৌলাতপুর বিএনপি পরিবারের পক্ষ থেকে জিয়া পরিবারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত।
মোঃ ইমদাদুল হক মিলনঃ আজ বুধবার ৪ নভেম্বর বিকাল ৫ ঘটিকায় স্থানীয় খুলনার দৌলতপুর সেভ ইন সেভ চত্বরে দৌলতপুর বিএনপি পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত বেগম জিয়ার সুস্বাস্থ্যের জন্য এবং তারেক রহমান সাহেবের নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়।দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর কলেজের সাবেক ভিপি মহিউদ্দিন আহমেদ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু,শরিফুল আনাম,মিনারুল ইসলাম,সাবেক ছাত্র নেতা মাসুদুল হক মাসুম,মাসুদুর রহমান ডাবলু,শান্ত নূর প্রমূখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা বিল্লাল ফকির এবং খোশনুর রহমান জনি। অনুষ্ঠান শেষে দৌলতপুর বিএনপির নেতাকর্মীরা গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন এবং দোয়া অনুষ্ঠানের সভাপতি জিয়া পরিবার সহ সকলের সুস্হতা কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।