সরকার প্রধান ড. ইউনুস চেয়ারে বসে আছেন।
তার সামনে পুরো বাংলাদেশের রাজনীতি বসে আছে।
মোঃ ইমদাদুল হক মিলনঃ আজ সন্ধ্যায় বাংলাদেশের ডানপন্থা আর বামপন্থা এক সাথে বসেছিল।আজ ইসলামপন্থী আর ন্যাশনালিস্ট, সোস্যালিস্ট একসাথে বসেছিল।জীবনেও যাদের এক টেবিলে সাক্ষাৎ হয়নি, তারা এক সারিতে বসেছিল।আজ সন্ধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ঠিক ‘বাংলাদেশ’ হয়ে সামনে এসে দাঁড়ালো।শুধু আমি দেশপ্রেমিক আর সবাই দেশদ্রোহী—আজ এ কথা উচ্চারিত হয়নি।আমি মুক্তিযুদ্ধের সোল এজেন্ট আর সবাই মুক্তিযুদ্ধবিরোধী—বাইনারি ভাগে কাউকে ভাগ করা হয়নি।আমরা ওদের সাথে বসব না—কেউ শ্লোগান তোলেনি।আমার আদর্শের বাহিরে কাউকে সহ্য করব না, কেউ বলেনি।আজ সবাই নিজেকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশের বুকে। সবাই যেন দেশকেই পেয়ে গিয়েছিল।সবাই সম্মান পেয়েছে। সকল চিন্তাকে রাষ্ট্র সম্মান দিলো।।
কাউকে ছুঁড়ে ফেলা হয়নি, কাউকে খারিজ করা হয়নি।এটাই নতুন বাংলাদেশ।উদ্ভুত সংকটে গ্রামের মোড়ল সবাইকে ডাকলো। মোড়লের বাড়িতে সন্ধ্যায় সবাই গেলো। গল্প, আড্ডা, কথার বিনিময়।পরামর্শ। করণীয় নির্ধারণ।হাসি, উচ্ছ্বাস আর প্রীতি।হে আমার বাংলাদেশ, ভালোবাসি তোমায়। এই দেশের জন্যই লড়াই করেছিলাম।