মাসব্যাপী ‘শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি-২০২৪’ এর উদ্বোধন।
মোঃইমদাদুল হক মিলনঃ দেশে জেঁকে বসতে শুরু করেছে কনকনে শীত। দেশের প্রান্তিক এলাকাগুলোতে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। শীত আসলেই শীতবস্ত্রের অভাবে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে যায়। পাশাপাশি ঘন কুয়াশা ও তীব্র শীতে তাদের কষ্টের কোনো সীমা থাকে না। প্রতিবছরের ন্যায় এ বছরও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাসব্যাপী (১ ডিসেম্বর – ৩১ ডিসেম্বর) শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি পালন করছে।
আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২.০০ টায় গাজীপুরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ও কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। উল্লেখ্য, মাসের শুরুতেই শাখাগুলোর প্রতি কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে, এর প্রেক্ষিতে শাখাগুলো কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু করেছে।
প্রত্যেক জনশক্তি কমপক্ষে একটি করে শীতবস্ত্র উপহার দেওয়ার দৃষ্টিভঙ্গির আলোকে এ বছর সারাদেশে কয়েক লক্ষ শীতবস্ত্র উপহার পৌঁছানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। একই সাথে সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।