আগামীকাল জাদুঘরে প্রদর্শনীতে একটি খালি বোর্ড থাকবে।

0
10

আগামীকাল জাদুঘরে প্রদর্শনীতে একটি খালি বোর্ড থাকবে।

মোঃ ইমদাদুল হক মিলনঃ শহীদ পরিবারের কেউ আসলে ছবিগুলো সাথে নিয়ে আসবেন কাইন্ডলি। আমরা পিন দিয়ে সেগুলো বোর্ডে লাগিয়ে দিবো।

আমরা জানি, আপনাদের যত্নে রাখা সেই ছবি বা স্মৃতিগুলো পৃথিবীর যে কোন নান্দনিকতাকে হার মানাবে।
অনেকের ভালোলাগা আমাদের আয়োজন স্মৃতিগুলোর কাছে ফিকে মনে হবে। সবচেয়ে ভিড় সেখানেই হবে।

আমরা অসহায়, আত্মভোলা, আমাদের জন্য দোয়া করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here