ছাত্রশিবির আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনের চিত্র।
মোঃ ইমদাদুল হক মিলনঃ ছাত্রশিবির আয়োজিত ‘ফ্রেমে বন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর’ শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনের চিত্র।
সমাপনী দিনে প্রদর্শনী দেখতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রদর্শনী দেখতে আসেন বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসহ নানা পেশার হাজারো মানুষ। নারী দর্শকদের পাশাপাশি শিশুদের উপস্থিতিও নজর কেড়েছে।
জুলাই আন্দোলনের চেতনা জাগ্রত রাখতে এবং মানুষের মাঝে সেই স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত ‘ফ্রেমেবন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর’ শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী আজ সন্ধ্যা ৭টায় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সমাপনী ঘোষণার মধ্যে দিয়ে শেষ হয়।