পুলিশ বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।
মোঃ ইমদাদুল হক মিলনঃ গতকাল সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ বেলা ১১ঃ৩০ ঘটিকায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি (অবঃ) । প্রধান অতিথি দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। একইসাথে কোন রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেয়ার জন্য অনুরোধ করেন। তিনি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পার্শ্ববর্তী দেশ মিথ্যা ঘটনা সাজিয়ে অনেক কিছু প্রচারনার চেষ্টা করছে , আপনারা সত্য ঘটনা প্রকাশ করে প্রতিবাদ করে তাদের মুখে চুনকালি দিতে পারেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারুল আলম, বিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।
আইজিপি তাঁর বক্তব্যে বলেন, এদেশে সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রেখে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ। পুলিশ যাতে কোনো রাজনৈতিক দলের হাতিয়ার না হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে যার যার জায়গা থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল গোলাম সাদেক এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, কমান্ডার খুলনা নেভাল এরিয়া, মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, ডিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল, মহাপরিচালক, বিজিবি, এ কে এম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), মহাপরিচালক, র্যাব ফোর্সেস, মোঃ ফিরোজ সরকার, বিভাগীয় কমিশনার, খুলনা, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, এনডিসি, পিএসসি, কমান্ডার ১০৫ ইনফ্যান্ট্রি ব্রিগেড, মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা, কর্নেল সৈয়দ আসাদুজ্জামান, কর্নেল জিএস, ডিজিএফআই, খুলনা, মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, খুলনা, টি, এম মোশারফ হোসেন, পুলিশ সুপার, খুলনা।