মাদক ধ্বংস করে দিচ্ছে তারুণ্য, মেধা, বিবেক ও মনুষ্যত্ববোধঃ কেএমপি কমিশনার।

0
26

মাদক ধ্বংস করে দিচ্ছে তারুণ্য, মেধা, বিবেক ও মনুষ্যত্ববোধঃ কেএমপি কমিশনার।

মোঃ ইমদাদুল হক মিলনঃ গতকাল  ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার  সকালে খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অডিটেরিয়ামে মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোঃ জুলফিকার আলী হায়দার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেএমপি কমিশনার বলেন মাদক ধ্বংস করে দিচ্ছে তারুণ্য, মেধা, বিবেক ও মনুষ্যত্ববোধ। এজন্য মাদকাসক্তি ও দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। মাদক ও দুর্নীতি একটি দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা। মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। মাদক এক নীরব ঘাতক। মাদকের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়, নৈতিক মূল্যেবোধ হারাতে বসেছে তরুণ সমাজ। ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে পারস্পরিক আস্থা-বিশ্বাস। আমাদের পরবর্তী বংশধরকে মাদকের নেতিবাচক প্রভাব থেকে বাঁচাতে হলে পরিবার ও সমাজ জীবন থেকে মাদকদ্রব্য উৎখাত করতে হবে। মাদকাসক্তি নির্মূল করতে হলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। সমাজের প্রতিটা শ্রেণী-পেশার লোক তাদের নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব।

আলোচনা সভায় উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খুলনা; অধ্যক্ষ, খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, খুলনা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা, খুলনা বিভাগ, খুলনার বিভিন্ন পদমর্যদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here