খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

0
13

খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

মোঃ ইমদাদুল হক মিলনঃ আজ ১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০৫ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমষ্টিগত দাবী-দাওয়া পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সেগুলো পূরণে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। এরপর বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে ৩ জন পুলিশ সদস্য এবং ১ জন সিভিল স্টাফ বার্ধ্যক্যজনিত ও স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। একইসাথে তাদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সভায় খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম শীতকালীন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। শীতে আমলকি ফল খাওয়ার উপকারিতা এবং স্বাস্থ্য সম্মত উপায়ে খাবার গ্রহণের নিয়ম সম্পর্কে আলোকপাত করেন। ডেঙ্গু প্রতিরোধে যতটুকু সম্ভব শরীর ঢেকে রাখা এবং দিনের বেলাতেও বিশ্রাম নেওয়ার সময়ে মশারি টানানোর পরামর্শ প্রদান করেন। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার তাগিদ দেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, শীতে রাত্রিকালীন ডিউটির ক্ষেত্রে পর্যাপ্ত গরম কাপড় পরিধান করে ডিউটিতে বের হতে হবে। শীতে সুস্থ থাকার জন্য সবাইকে পুষ্টিসমৃদ্ধ খাবার খেতে হবে। টহল ডিউটির গাড়িতে এবং ব্যারাকে মশার কয়েল ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পুলিশ সদস্যদের সমিষ্টিগত যে কোনো সমস্যা শুধু কল্যাণ সভাতেই না যেকোনো সময় কর্তৃকপক্ষের নজরে আনলে তাতক্ষণিকভাবে তা সমাধান করার চেষ্টা করা হবে। খুলনা মাহনগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহবান জানান।

কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স)  আবু রায়হান মোহাম্মদ সালেহ-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here