ক্রিকেটের শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ হাসি হাসলো কেএমপি ওরিয়র্স।

0
7

ক্রিকেটের শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ হাসি হাসলো কেএমপি ওরিয়র্স।

মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গত ২৯ নভেম্বর শুরু হয় আন্তঃবিভাগীয় বাৎসরিক ক্রিকেট টুর্নামেন্ট। ৪টি টিমের লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে অংশ নেয় কেএমপি ওরিয়র্স, কিংস কেএমপি, কেএমপি রাইডার্স এবং রয়েলস কেএমপি। আজ ১৩ ডিসেম্বর সকাল ০৯.৩০ ঘটিকায় শীতের সোনালী রোদের মিষ্টি আবহাওয়ায় নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে রয়েলস কেএমপি এবং কেএমপি ওরিয়র্স এর মধ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোঃ জুলফিকার আলী হায়দার মাঠে উপস্থিত থেকে ক্রিকেটের মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।
শুরুতে টস জিতে কেএমপি ওরিয়র্সের ক্যাপ্টেন সার্জেন্ট ইকবাল হোসেন ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
আম্পায়ার নায়েক নওশেদ ফকির এবং কনস্টবল আরিফ হোসেনের পরিচালনায় ১২ ওভারের খেলায় তারা ব্যাট করতে নেমে ৩ উইকেটের বিনিময়ে সংগ্রহ করেন ১৭১ রান।
রয়েলস কেএমপির ক্যাপ্টেন সহকারী পুলিশ কমিশনার সৌমেন্দ্র কুমার বাইন এর দল ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করেন। কেএমপি ওরিয়র্স ৪ রানের ব্যবধানে জয়লাভ করেন। খেলায় ম্যান অব দা সিরিজ হিসেবে সার্জেন্ট ইকবাল হোসেন, বেস্ট বোলার কনস্টবল আলাউদ্দিন এবং ম্যান অব দা ম্যাচ ও বেস্ট ব্যাটার হিসেবে স্বীকৃতি লাভ করেন কনস্টবল ইমরান হোসেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
পুলিশ সদস্যদের মধ্যে কর্মোদ্দীপনা বাড়াতে এবং মানসিকভাবে উজ্জীবিত করতে পুলিশ কমিশনারের এই উদ্যোগ পুলিশ সদস্যদেরকে দারুনভাবে উদ্দীপ্ত করেছে।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকার কোন বিকল্প নাই। আর এজন্য পুলিশ সদস্যদেরকে খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পুলিশ কমিশনারের সাথে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিনান্স, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স জনাব আবু রায়হান মোঃ সালেহ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং খেলোয়াড়বৃন্দ মাঠে উপস্থিত থেকে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here