কোতয়ালী মডেল থানা এলাকা হতে ১৬৯ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

0
16

কোতয়ালী মডেল থানা এলাকা হতে ১৬৯ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ ইমদাদুল হক মিলনঃ সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৬.০৫ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার গোল চত্ত্বরের উত্তর পার্শ্বে হিমেল-সিমান্ত বাস কাউন্টার এর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-৬, যশোর এর আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী (১) মোঃ আনিছুল রহমান (৩৫), পিতা- মোঃ তসলিম, সাং- জিয়াবাড়ী, ইউপি- ০৪ নং বড় পলাশবাড়ী, (২) নুর আলম (১৯), পিতা- মোঃ নছির, সাং- দক্ষিন দুয়ারি, ইউপি- ০৪ নং বড় পলাশবাড়ী, উভয় থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও দ্বয়‘কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে তল্লাশীকালে তাদের হাতে থাকা ০২ (দুই) টি ট্রাভেল ব্যাগের মধ্য হতে মোট ১৬৯ (একশত উনসত্তর) বোতল ফেনসিডিল ও ০২ (দুই) টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫,০৭,০০০/-(পাঁচ লক্ষ সাত হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেনাপোল সীমান্ত হতে মাদকদ্রব্য ফেনসিডিল স্বল্প মূল্যে সংগ্রহ/ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করার উদ্দেশ্যে উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল নিজ দখলে রেখেছিল। তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে বলেও জানা যায়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here