অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব এ এফ এম হাসান আরিফ-এর জানাজা সম্পন্ন।
মোঃ ইমদাদুল হক মিলনঃ গত ২১ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের জানাজা সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সম্পন্ন হয়েছে।
জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, দেশের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিপুল সংখ্যক মুসল্লি শরীক হন।