সিলেট জেলা পুলিশ লাইন্সে আইজিপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।
মোঃ ইমদাদুল হক মিলনঃ আজ সিলেট জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট বিভাগে কর্মরত সকল ইউনিটের অফিসার-ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম, বিপিএম। কল্যাণ সভায় পুলিশের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান , সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা এবং সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অন্যান্য ইউনিটের ইউনিট প্রধানগণসহ অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।