দেশ আবারো আওয়ামী লীগের মতো দুঃশাসনের পথে হাঁটছে।

0
1

দেশ আবারো আওয়ামী লীগের মতো দুঃশাসনের পথে হাঁটছে।

বাংলাদেশ বর্তমান সময়ঃ  দেশ নিয়ে ভাবনা নেই, চলছে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা। এত রক্ত, এত শাহাদাত, এত ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে যে বিজয় আমরা অর্জন করেছি, তা বেহাত হতে দিতে পারি না। কথা ছিল–আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি–দেশ আবারো আওয়ামী লীগের মতো দুঃশাসনের পথে হাঁটছে।

গণহত্যাকারীদের বিচারের পরিবর্তে চলছে পুনর্বাসন ও সেইফ এক্সিটের আয়োজন। নয়া দখলদারদের রাজত্ব দেখে মনে হচ্ছে পূর্বের ফ্যাসিবাদী আমলই বহাল আছে। চাঁদাবাজ, লুটেরা, দুর্নীতিবাজরা রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে সহজেই।

আমাদের আশার দিক– নির্ভীক তরুণরা এখনো উজ্জীবিত এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সোচ্চার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here