ঢাকায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার।

0
1

ঢাকায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার*

মোঃ ইমদাদুল হক মিলনঃ ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর নির্দেশনার আলোকে ছিনতাই প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

গতকাল রবিবার ২২ ডিসেম্বর  সকাল আট ঘটিকা থেকে আজ সকাল আট ঘটিকা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গত ২৪ ঘন্টায় ডিএমপির রমনা বিভাগ আট জন, মতিঝিল বিভাগ ১৪ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ১০ জন, তেজগাঁও বিভাগ ১৯ জন, মিরপুর বিভাগ চারজন, উত্তরা বিভাগ আটজন ও গুলশান বিভাগ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার ২২ ডিসেম্বর  দুপুর ০৩:০০ ঘটিকায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন (২৫), মোঃ ফয়সাল হোসেন (২০), মোঃ রবিন হোসেন (২৫) ও মোঃ ইমন হোসেন (২০) কে গ্রেফতার করে মোহাম্মদপুর থানার একটি দল।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার( ২২ ডিসেম্বর ২০২৪খ্রি.) সন্ধ্যা ০৬:৪৫ ঘটিকায় আগারগাঁওস্থ ফুল মার্কেট সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনটি চাকুসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-জুয়েল (২২), মনির (৩৫), ইমান (২২) ও আশিক (২৫)।

আদাবর থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার( ২২ ডিসেম্বর ২০২৪খ্রি.) রাতে থানার মোবাইল টিম থানাধীন তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মোট পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here