খুলনা জাতীয় নাগরিক কমিটির সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়ঃ
মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনা মহানগরীকে মাদক এবং সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে আজ দুপুর ১ টায় কেএমপি সদর দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিবৃন্দ নগরীর মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, বিট পুলিশিং কার্যক্রম এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এঁর সাথে মতবিনিময় করেন।
সভায় প্রতিনিধিবৃন্দ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। নগরীতে মাদক ও জুয়ার বিস্তার রোধ করতে হবে এবং চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সন্ধ্যার পরে ছিনতাই, খুন ও রাহাজানি প্রতিরোধে পুলিশি তৎপরতা আরো বৃদ্ধি করতে হবে। পাশাপাশি কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসময় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটি যেকোন ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
কেএমপি কমিশনার তাঁর বক্তব্যে বলেন, খুলনা মহানগরীকে মাদক এবং সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যে নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে। ইতোমধ্যে তালিকাভূক্ত চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। কিশোর গ্যাং এবং জুয়াড়িদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নয়নের জন্য আমাদের সকলের সহযোগিতা এবং কিছুটা সময়ের প্রয়োজন। পুলিশের কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসের জন্য জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিবৃন্দকে পুলিশ কমিশনার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
মতবিনিময় সভায় কেএমপি’র পক্ষ থেকে অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহাঃ আহসান হাবীব, পিপিএম, সহকারি পুলিশ কমিশনার (সিটিএসবি) ত.ম রোকনুজ্জামান এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহম্মদ হামীম রাহাত, এ্যাড মইনুল ইসলাম জীবন, ফরিদ পাঠান, এম সাইফুল ইসলাম, মেনান মুশফিক, হাসিবুর রহমান, জায়েদুর রহমান, শরীফ আশরাফুল হাবিব সাজিদ, আলী হাসান, আশিক হাসান রাতুল, শারমিন সুলতানা হীরা, রাবেয়া খাতুন, শেখ কামাল উদ্দিন, মাকসুদা ইয়াসমিন, মাসুম হোসেন বাকি, মোঃ নুরুজ্জামান তুহিন, মো আরিফুজ্জামান, ডাঃ বরকত আলী, মোঃ ইমন প্রমূখ উপস্থিত ছিলেন।